PM Modi Birthday: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন। আজ ৭১-এ পা দিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী (Narendra Modi) ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটে জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধি, জগৎ প্রকাশ নাড্ডা, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ আরও অনেকে৷ ৭১তম জন্মদিনের পাশাপাশি এবছর অর্থাৎ আগামী ৭ অক্টোবর নিজের প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন ও প্রশাসক জীবনের ২০ বছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে আজ থেকে আগামী ২০ দিনব্যাপী গোটা বিশ্বে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এই বিশেষ কর্মসূচির নাম “সেবা ও সমর্পণ অভিযান” দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে রেকর্ড সংখ্যক মানুষকে টিকা দেওয়ার অভিযান শুরু করা হয়েছে বিজেপি কর্মীদের তরফ থেকে। ২৪ ঘণ্টায় প্রায় ২ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি কর্মীরা। এছাড়াও বিভিন্ন জায়গায় স্বচ্ছতা অভিযানের কাজ শুরু হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের প্রায় ৭১টি জায়গায় গঙ্গা পরিষ্কার অভিযানে নামবেন বিজেপি কর্মীরা বলে জানা গেছে।
আরও পড়ুন
Mann Ki Baat: ঝুঁকি নিতে প্রস্তুত আজকের যুব সমাজ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী