মৌ রায়, বর্ধমান : প্রজাতন্ত্র দিবসের আগে যেকোনও রকম নাশকতা এড়াতে বর্ধমান (Burdwan) শহর জুড়ে কড়া তল্লাশি অভিযান শুরু করল পুলিশ। শহরবাসীর নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই উদ্দেশ্যেই মঙ্গলবার দুপুর থেকে তল্লাশি শুরু করে বর্ধমান থানার পুলিশ।
এদিন দুপুরে বর্ধমান কার্জনগেট চত্বর থেকে বর্ধমান থানার আইসির নেতৃত্বে তল্লাশি শুরু করা হয়। শহরের প্রাণকেন্দ্র থেকে বিসি রোড, দত্ত সেন্টার, বৈদ্যনাথ কাটরা সহ একাধিক এলাকায় স্নিফার ডগ দিয়ে প্রতিটি দোকান, শপিংমল, সাইকেল স্ট্যান্ড সহ সমস্ত জনবহুল এলাকায় তল্লাশি চালানো হয়েছে। কোথাও কোনও বিস্ফোরক আছে কিনা তা দেখতে মেটাল ডিটেক্টর দিয়েও তল্লাশি করা হয়।
আগামীকাল ২৬ জানুয়ারি, এদিন যাতে কোনওভাবে নিরাপত্তায় খামতি না থাকে তাই শহরের সমস্ত জায়গা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। এদিন দীর্ঘক্ষণ এই চত্বরে তল্লাশি চালানো হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় এদিন সাংবাদিকদের জানান, “২৬ জানুয়ারি প্রজাতন্ত দিবসের আগে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয় প্রতিবছরই। এবছরও আমরা সেটা বজায় রেখেছি। বিভিন্ন মলে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলছে। বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং চলছে। আমরা সমস্তটাই দেখছি।”
আরও পড়ুন
প্রজাতন্ত্র দিবসের আগে জাতীয় সঙ্গীত গেয়ে ভিডিয়ো প্রকাশ প্যারাঅলিপিক্স জয়ীদের, দেখুন ভিডিয়ো