Friday, April 25, 2025

Republic Day: প্রজাতন্ত্র দিবসের আগে জাতীয় সঙ্গীত গেয়ে ভিডিয়ো প্রকাশ প্যারাঅলিপিক্স জয়ীদের, দেখুন ভিডিয়ো

বুধবার দেশ জুড়ে পালিত হবে ৭৩তম প্রজাতন্ত্র দিবস (Republic Day)। তার আগে আজ ৪ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করা হল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্টের (IISM) তরফ থেকে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে টোকিও থেকে ফেরা কৃতী খেলোয়াড়দের জাতীয় সঙ্গীত (National Anthem) গেয়ে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এই খেলোয়াড়দের তালিকায় রয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra), রবিকুমার দাহিয়া, লভলিনা বোরগোহাঁই, মীরাবাই চানু, পিআর শ্রীজেশ, সুমিত আন্টিল, মণীশ নরওয়াল, কৃষ্ণ নাগর, ভাবিনাবেন পটেল, নিষাদ কুমার, প্রমোদ ভগৎ, যোগেশ কাঠুয়ানিয়া, সুহাস যথিরাজ, শরদ কুমার, দেবেন্দ্র ঝাঝারিয়া, প্রবীণ কুমার, হরবিন্দর সিংহ এবং মনোজ সরকার। ভিডিয়োটিতে ধারাভাষ্যকার হিসেবে অমিতাভ বচ্চনের গলা শোনা গিয়েছে।

ভিডিও লিঙ্ক: প্রজাতন্ত্র দিবসের আগে জাতীয় সঙ্গীত গেয়ে ভিডিয়ো প্রকাশ প্যারাঅলিপিক্স জয়ীদের, দেখুন ভিডিয়ো

জাপানের টোকিওয় আয়োজিত হওয়া অলিম্পিক্স (Tokyo Olympics 2020) এবং প্যারালিম্পিক্সে (Tokyo 2020 Paralympic Games) নজিরবিহীন সাফল্য পেতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়দের। টোকিও অলিম্পিক্স থেকে ভারতীয় খেলোয়াড়রা একটি স্বর্ণপদক, ২টি রৌপ্য পদক এবং ৪টি ব্রোঞ্জ পদক-সহ মোট ৭টি পদক জিতেছিলেন। অন্যদিকে প্যারালিম্পিক্সে ৫টি স্বর্ণ পদক, ৮টি রৌপ্য পদক এবং ৬টি ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই ভিডিয়োর মধ্যে দিয়ে নতুন ভারতের প্রতিনিধি হিসেবে তাঁদেরকেই তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

৮ বছর পর বিধায়কের উদ্যোগে উদ্বোধন বর্ধমান কৃষ্ণসায়র উৎসবের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles