Saturday, September 7, 2024
More

    Swami Vivekananda: বেলুড়মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মতিথি, অনলাইনে দেখুন অনুষ্ঠান

    মঙ্গলবার স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬০তম জন্মতিথি। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বেলুড়মঠে পালিত হচ্ছে জন্মউৎসব। যদিও এবার ভক্তদের মঠের ভেতর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সবার সুবিধার জন্য অনুষ্ঠানটি সম্প্রচারিত করা হয়েছে মঠের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে গিয়ে ‘বিবেকানন্দ জয়ন্তী’ সার্চ করলেই দেখতে পাবেন অনুষ্ঠানটি। করোনার দাপটের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন মঠ কতৃপক্ষ। প্রতি বছর এই দিনে প্রচুর সংখ্যায় ছাত্র ছাত্রীরা বেলুড়মঠে জমায়েত হয়। শহর থেকে শুরু করে গ্রাম, সব জায়গার মানুষদের এই দিনে স্বামীজীর জন্মদিন উদযাপন করতে বেলুড় মঠের যেতে দেখা যায়। তবে এবছরের চিত্র একেবারেই অন্যরকম। মঠের সন্ন্যাসী ও আবাসিকদের উপস্থিতিতে পালিত হচ্ছে অনুষ্ঠানটি।

    বেলুড় মঠ থেকে লাইভ স্ট্রিম দেখা যাবে নীচে দেওয়া দুই লিঙ্কে ক্লিক করে-

    Youtube: https://youtu.be/Xzn2LZL45RY

    Facebook: https://fb.me/e/4qov1MLq0

    সব ধরনের মানুষদের কথা মাথায় রেখে সারা দিন ধরে চলা অনুষ্ঠান ভার্চুয়াল মিডিয়ায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মঠের মূল মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানেই। আজ ভোর পৌনে পাঁচটায় স্বামীজীর মন্দিরের মঙ্গলারতি হয়। স্বামীজীর মন্দির ঘর ও শ্রীরামকৃষ্ণের মন্দিরে আজ সারাদিন ধরে চলবে বেদপাঠ, স্তবগান এবং অন্যান্য অনুষ্ঠান।

    আরও পড়ুন

    প্রজাতন্ত্র দিবসের আগে জাতীয় সঙ্গীত গেয়ে ভিডিয়ো প্রকাশ প্যারাঅলিপিক্স জয়ীদের, দেখুন ভিডিয়ো

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles