দেবব্রত রায়, বর্ধমান: ঘোষণা মতো ৩ জানুয়ারি সোমবার থেকে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকাকরণ (Covid 19 vaccine)। এদিন গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলাতেও ২৯টি স্কুলে টিকাকরণ কর্মসূচি শুরু করা হয়।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, গোটা জেলা জুড়ে করোনা সংক্রমণ যেমন বাড়ছে তেমন কড়া নজরদারির পাশাপাশি সতর্কীকরণও করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় এদিন প্রতিটি ব্লক এবং প্রতিটি পুরসভায় একটি করে স্কুলকে চিহ্নিত করে ১৫ থেকে ১৮ বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, প্রথম দফায় প্রতিটি স্কুলেই ২০০টি করে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। গোটা বিষয়টি পর্যালোচনা করে আরও ক্যাম্প বাড়ানো যায় কিনা তার সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট মহকুমাশাসক, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলে জানা গেছে। সোমবার প্রথম দফার পর ধীরে ধীরে স্কুলের সংখ্যা বাড়ানো হবে এবং পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম।
আরও পড়ুন
Purba Bardhaman: পূর্ব বর্ধমান জেলায় বাড়ছে করোনার প্রকোপ, মাস্ক না পরায় গ্রেপ্তার ৬৫