জামিন হল না রোদ্দূর রায়ের (Roddur Roy)। সোমবার পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার রোদ্দূরের বিরুদ্ধে দু’টি মামলার শুনানি ছিল ব্যাঙ্কশাল আদালতে। একটিতে জেল হেপাজত, অন্যটিতে পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে বিতর্কিত ইউটিউবারের বিরুদ্ধে দুটি মামলার শুনানি ছিল। এর মধ্যে একটিতে জেল হেপাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে রোদ্দূরকে। অন্য মামলাটিতে তাঁকে সোমবার পর্যন্ত পুলিশের হেপাজতে রাখতে নির্দেশ দিয়েছে আদালত। ফলে আবার সোমবার পর্যন্ত ইউটিউবার রোদ্দূর রায় পুলিশি হেপাজতেই থাকবেন। দুটি মামলাতেই ইউটিউব ভিডিয়োয় অশ্লীলতা প্রচার করারই অভিযোগ দায়ের হয়েছিল রোদ্দূর রায়ের বিরুদ্ধে।
আরও পড়ুন
উত্তরপ্রদেশে ভাঙা হল হিংসা ছড়ানোয় অভিযুক্তদের বাড়ি, একাজ ঠিক না ভুল?