Social Media:
কখন চালু হবে হোয়াটসঅ্যাপ (WhatsApp), ফেসবুক (Facebook), ইস্টাগ্রাম (Instagram) ?
সোমবার রাত ৯ টা নাগাদ থেকে আচমকাই বিশ্বজুড়ে বিকল হয়ে পড়ে WhatsApp, Facebook, Instagram হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইস্টাগ্রাম। যার জেরে সমস্যায় পড়েন প্রায় কয়েক কোটি ব্যবহারকারী। সকলের নানা জরুরি বার্তালাপ বন্ধ হয়ে যায়। কিন্তু কখন থেকে ফের এই পরিষেবা চালু হবে তা নিয়ে এখনও কিছু স্পষ্ট জানানো হয়নি। WhatsApp, Facebook-এর তরফে টুইটারে জানানো হয়েছে, “We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to get things back to normal and will send an update here as soon as possible”. অর্থাৎ “ বিশ্বজুড়ে ব্যবহারকারীরা সমস্যার সন্মুখীন হচ্ছেন। খুব তাড়াতাড়ি তা সমাধান করার চেষ্টা চলছে। তা সমাধান হলেই আপডেট দিয়ে জানানো হবে”।
আরও পড়ুন
Facebook বিপর্যয়ের কারণ রাউটার বিভ্রাট, ৭০ লক্ষ ডলার ক্ষতি Mark Zuckerberg-এর