মাইক্রোসফট (Microsoft) ব্যবহারকারীদের জন্য সুখবর। মাইক্রোসফট আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে Windows 11 অপারেটিং সিস্টেম। Windows-এর এই সর্বাধুনিক ভার্সান আগামীদিনে পৌঁছে যাবে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে। যদি আপনার ডিভাইসটি Windows 11-এর যোগ্য এবং আপগ্রেডের জন্য প্রস্তুত, তাহলে নিজের PC-তে Windows 11 ডাউনলোড করে ইন্সটল করার option দেখতে পাবে ব্যবহারকারীরা।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, যে সকল কমপ্যাটিবল পার্সোনাল কম্পিউটারে (PC) Windows 10 অপারেটিং সিস্টেম রয়েছে, তাতে করা যাবে বিনামূল্যে আপডেট।
Windows 10 অপারেটিং সিস্টেম থেকে Windows 11-এ আপগ্রেড করার জন্য ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে, যতদিন না তাঁদের সিস্টেমে আপডেট করার সংস্থান আসে। আপডেটের জন্য যা যা প্রয়োজন, তা যদি ব্যবহারকারীদের PC-তে থাকে, তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁদের PC-তে Windows 11 চলে আসবে। এছাড়া একটি বিকল্পও মাইক্রোসফটের তরফ থেকে দেওয়া হয়েছে। তা হল মাইক্রোসফট ব্যবহারকারীদের তাঁদের সিস্টেমে ডাউনলোড করতে হবে Windows 11 Download Assistant। Windows 11 Download Assistant অনেকটা Windows 10-এ থাকা Download Assistant-এর মতোই কাজ করে। ফলে ব্যবহারকারীদের অসুবিধা হওয়ার কথা নয়।
সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে জানা গিয়েছে, একাধিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে Windows 11-এ। এই অপারেটিং সিস্টেমে সবথেকে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এর ইউজার ইন্টারফেসে (User Interface) (UI)। অনেকটাই নতুন ধরনের করা হয়েছে Windows 11 অপারেটিং সিস্টেমের Taskbar ও Start Menu। পাশাপাশি একাধিক নতুন Widget এবং নতুন মাইক্রোসফট স্টোর অ্যাপ (Microsoft Store App) যোগ করা হয়েছে Windows 11-এ। যাতে Windows 11 ভবিষ্যতে প্রকাশ পেতে চলা বহু অ্যান্ড্রয়েড অ্যাপসকে সাপোর্ট করতে পারে। এছাড়াও এই অপারেটিং সিস্টেমে নতুন থিম, স্ন্যাপ লেআউট ও মাল্টিটাস্কিং-এর সুবিধাও রয়েছে।
কোন কোন ডিভাইসের জন্য Windows 11 এসেছে তা পরীক্ষা করতে Settings-এর মধ্যে Windows Update-এ যেতে হবে। যদি আপডেটের অপশন না এসে থাকে তবে সেই পিসি Windows 11 চালাতে সক্ষম হবে কিনা তা পরীক্ষা করে দেখে নেওয়া প্রয়োজন। তার জন্য ডাউনলোড করতে হবে মাইক্রোসফটের PC Health App। যা বলে দেবে মেশিনে Windows 11 অপারেটিং সিস্টেম চলবে কি না। যদি Windows PC Health App-এ দেখায় যে PC সামঞ্জস্যপূর্ণ, তবে আপডেটের জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
- প্রথমে Windows 11 সফ্টওয়্যার ডাউনলোড করার পৃষ্ঠায় যেতে হবে।
- Windows 11 ইনস্টলেশন সহকারী ব্যবহার করে ক্লিক করতে হবে “Download Now”-তে এবং এর সঙ্গে অনুসরণ করতে হবে নির্দেশাবলীও।
- পাশাপাশি “Create Windows 11 Installation Media” নির্বাচন করার পর একটি বুটেবল USB drive বা DVD তৈরি করে রাখা যেতে পারে।
- অবশেষে bootable media বা ভার্চুয়াল মেশিন (virtual machine) install-এর জন্য ডাউনলোড করতে হবে disc image (ISO)।
নির্দেশাবলী অনুসরণ করলে অবিলম্বে Windows 11 ইনস্টল করা সম্ভব।
আরও পড়ুন
Nano Electric Car: বিশ্বের সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি! একবার ফুলচার্জ দিলে যাবে ৩০৫ কিমি
UPI Payment: ইন্টারনেট ছাড়াই করা যাবে টাকার লেনদেন, জেনে নিন কীভাবে