সাধারণ মানুষের কাছে করোনার ভয়াবহ পরিস্থিতিতে তিনি হয়ে উঠেছেন ‘দেবদূত’। অতিমারির শুরু থেকেই সাধারণ মানুষের সঙ্কটকালে সোনু সুদ (Sonu Sood) ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন তাদের পাশে। তার এমন কাজে মুগ্ধ সকলেই।
সম্প্রতি অভিনেত্রী হুমা কুরেশী (Huma Qureshi) সোনু সুদের (Sonu Sood) সম্পর্কে মন্তব্য করেন তার ভোটে দাঁড়ানো উচিত, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী (Prime Minsiter Of India) হিসেবে সোনু সুদকে দেখতে চান তিনি। অভিনেত্রীর এই মন্তব্যকে সমর্থন জানান নেটিজেনরাও। তাহলে এবার কি রাজনীতিতে আসতে চলেছেন সোনু সুদ? অভিনেতা নিজেই এর উত্তর দিলেন।
সোনু বলেন নেটিজেনদের কমেন্ট তাঁর কাছে খুবই মূল্যবান। তবে প্রধানমন্ত্রী পদের জন্য তিনি এখন বেমানান এবং ‘এটা বাড়াবাড়ি’ বলে মনে করেন তিনি। হুমার মন্তব্য তার কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু তিনি মনে করেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী যথেষ্ট দায়িত্ববান। প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বয়সও একটা ফ্যাক্টর বলে মত অভিনেতার।প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পক্ষে তার বয়স অনেক কম বলে মন্তব্য করেন সোনু। তিনি আরও বলেন, রাজীব গান্ধি ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিকই কিন্তু তিনি এমন একটি পরিবার থেকে এসেছিলেন যেখানে রাজনৈতিক পরিবেশ ছিল অনেক বেশি শক্তিশালী। তার তেমন কোনো অভিজ্ঞতা নেই বলে উল্লেখ করেন সোনু।মানুষের হয়ে কাজ করার জন্য কোনো রাজনৈতিক পদ চান না তিনি, সবাই সাধারণ মানুষ হিসেবেই মানুষের পাশে দাঁড়াতে পারে বলে জানান সোনু।