এবার অনলাইনে জমা দেওয়া যাবে বাড়ি, দোকান ও অন্যান্য ক্ষেত্রের সম্পত্তি কর। আধুনিক প্রযুক্তির সাহায্যে এই পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল বর্ধমান (Burdwan) পৌরসভা। বুধবার আনুষ্ঠানিকভাবে এবিষয়ে জানানো হয়। বর্ধমান শহরের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পরিষেবা কেন্দ্র চালু করা হবে বলে জানানো হয়েছে। শহরবাসী অনলাইন মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে পুরসভা সংক্রান্ত বিভিন্ন কর মেটাতে পারবেন। বুধবার পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে পুরসভার পান্থশালা সভাগৃহে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপ পৌর প্রশাসক আইনুল হক বলেন শহরবাসীর সুবিধার্থে এই পরিষেবা চালু করা হল। তবে পুরনো পদ্ধতিতেও কর জমা দেওয়া যাবে। একটি বেসরকারি ব্যাঙ্কের সহযোগিতায় এই পরিষেবা দেবে বর্ধমান পৌরসভা। শহরবাসী পিওএস মেশিনের মাধ্যমে নিজের ওয়ার্ডে কর জমা দিতে পারবেন। প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে পুরসভার কর্মী এর দায়িত্বে থাকবেন। তার কাছে করদাতাদের তথ্য থাকবে। কর সংগ্রহ করার পর করদাতাকে সঙ্গে সঙ্গে রশিদ দিয়ে দেওয়া হবে। এতে স্বচ্ছতা বজায় থাকবে।
আরও পড়ুন