শুক্রবার উত্তরাখণ্ডে জীবনাবসান হল পরিবেশবিদ সুন্দরলাল বহুগুনার । তাঁর বয়স হয়েছিল 94 বছর।
১৯৭০-এর দশকে গাছ কাটার বিরুদ্ধে হওয়া চিপকো আন্দোলনের পথিকৃৎ ছিলেন সুন্দরলাল বহুগুনা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (AIIMS) পক্ষ থেকে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়। কোভিড চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল ঋষিকেশের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে । ঋষিকেশের AIIMS-এর ডিরেক্টর রবিকান্ত জানান, সুন্দরলাল বহুগুনা আজ দুপুর ১২.০৫ মিনিটে মারা যান।
ভারতের অন্যতম প্রখ্যাত পরিবেশবিদ সুন্দরলাল বহুগুনা কোভিড পজিটিভ হওয়ায় ৮ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অক্সিজেনের মাত্রা অতিদ্রুত নেমে যাওয়ার ফলে গতকাল তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। তিনি হাসপাতালের ICU-তে CPAP থেরাপিতে ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “তাঁর সরলতা এবং মমত্ববোধকে কখনই ভোলা যাবে না। ওম শান্তি।”
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত দুঃখ প্রকাশ করে বলেন, “চিপকো আন্দোলনের নেতা, বিশ্বের এক বৃহৎ পরিবেশবিদ, যিনি গোটা বিশ্বে বৃক্ষমিত্র নামে পরিচিত, শ্রী সুন্দরলাল বহুগুনার মৃত্যুর সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। এটি কেবল উত্তরাখণ্ডেরই নয়, পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি।”