১২ বছর পর ফের জুটি বাঁধছেন সুনীল শেট্টি ও সঞ্জয় দত্ত (Suniel Shetty-Sanjay Dutt)। এর আগেও বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। শেষ বার তাঁদের সহ-অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল ‘নো প্রবলেম’ (No Problem) ছবিতে। এছাড়াও ২০০২ সালে ‘কাঁটে’ (Kaante) এবং ২০০৭ সালে ‘শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (Shootout at Lokhandwala) -সহ বেশকিছু ছবিতে সহ-অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল তাঁদের। পর্দার বাইরেও সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও সুনীল শেট্টির (Suniel Shetty) মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব।
দীর্ঘদিন পরে দুজনে আবার জুটি বাঁধছেন পরিচালক সমীর কর্নিকের (Samir Karnik) নতুন ছবিতে। আসন্ন ছবিটি একটি কমেডি-ড্রামা ছবি হবে বলে খবর। পুরো সিনেমা জুড়েই থাকছে দুর্দান্ত কমেডি। সঞ্জয় দত্ত ও সুনীল শেট্টির পাশাপাশি ছবিতে দেখা যাবে এশা গুপ্তা, জায়েদ খান, সৌরভ শুক্লা, জাভেদ জাফরির মতো তারকাদের। শোনা যাচ্ছে উত্তর ভারতের পটভূমির উপর ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সমীর কর্নিক। ছবিতে থাকবে ভরপুর বিনোদনের স্বাদ। ভরপুর বিনোদনের সঙ্গে সুনীল-সঞ্জয়ের জুটি উপরি পাওনা বলে মনে করছে বলিপাড়া।
আরও পড়ুন
এবার থেকে পশ্চিমবঙ্গেও বৈধ গাড়ির লাইসেন্স সহ অন্যান্য ডিজিটাল নথি