Hooghly: এক কিশোর অন্য এক কিশোরের মাথায় পিস্তল তাক করে রয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে আরও দু’জন কিশোর। নজরদারির জন্য লাগানো সিসিটিভিতে ধরা পড়লো এমনই দৃশ্য। বৃহস্পতিবার রাতে সিসিটিভির মাধ্যমে নজরদারি করার সময় এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকেরা।
ঘটনাটি হুগলির চুঁচুড়ার প্রতাপপুর ময়ূরপঙ্খী গঙ্গা ঘাট সংলগ্ন একটি পার্কে ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে ওই চার জন কিশোরকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চার জন কিশোরই চুঁচুড়ার বাসিন্দা। ওই পার্কে তারা রিল ভিডিয়ো বানাতে গিয়েছিল। চার জনের মধ্যে এক জন কিশোরের নাকি সোশ্যাল মিডিয়ায় লক্ষাধিক অনুগামীও রয়েছে। তবে তারা পিস্তল নিয়ে কী করছিল জানতে চাইলে তারা পুলিশকে জানায়, পিস্তলটা আসলে কোনও পিস্তল নয়, ওটা গ্যাস লাইটার। বন্দুকের মতো ট্রিগারে চাপ দিলে গুলির বদলে আগুন বেরোয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এমন ঘটনা যাতে আর কোনও দিন না ঘটে সে ব্যাপারে সতর্ক করা হয় ওই চার কিশোরকে। এরপর খবর দেওয়া হয় তাদের বাড়িতে এবং বাড়ি থেকে নিতে এলে তাদের ছেড়ে দেওয়া হয়। চুঁচুড়া থানার আইসি জানান, বিগত কয়েক দিন ধরে চুঁচুড়ায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। সেই কারণে জায়গায় জায়গায় সিসিটিভি বসানো হয়েছে। সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি। ওই নজরদারি করার সময় ময়ূরপঙ্খী গঙ্গা ঘাট সংলগ্ন একটি পার্কে ধরা পড়ে এই দৃশ্য।
আরও পড়ুন