অবশেষে মুক্তি পেল ঝুন্ড ছবির টিজার। প্রায় দু’বছর আগে টি-সিরিজের তরফ থেকে ‘ঝুন্ড’ (Jhund) ছবি মুক্তির তারিখ ঠিক করা হয়েছিল। তাদের ইউটিউব চ্যানেলে একটি অ্যানাউন্সমেন্ট ডেটও রিলিজ করা হয়েছিল। সেখানেই লেখা ছিল ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২০ সালের ৮ মে। কিন্ত পরে বিভিন্ন কারণে এবং করোনা অতিমারির ফলে ছবিটি আটকে যায়।
অবশেষে মুক্তি পেল ঝুন্ড ছবির টিজার। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগরাজ মঞ্জুলে। এর পাশাপাশি ছবিতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের বিগ বি তথা অমিতাভ বচ্চনকে। অমিতাভ বচ্চনের এই ছবিটিকে ঘিরে ভক্তদের মধ্যে একটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। টিজারটি মন কেড়েছে দর্শক থেকে শুরু করে সমালোচকদেরও। ১ মিনিট ৩৬ সেকেন্ডের এই টিজারটিতে নেই কোন সংলাপ, আছে শুধু মিউজিক আর অভিব্যক্তি।
অমিতাভ বচ্চন অভিনীত বেশ কিছু চরিত্র বলিউডের ইতিহাসে এখনও জ্বলজ্বল করছে। তিনি এমন একজন অভিনেতা যিনি নিজের অভিনয় দিয়ে আমাদের সকলের মন জয় করতে পারেন। অ্যাংরি ইয়ংম্যান থেকে লাভার বয় কিংবা সোসাইটির শক্তিশালী হিরোর চরিত্র হোক বা ভয়ানক ভিলেনের চরিত্র, সব রকম চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি। ‘ঝুন্ড’ ছবি দিয়ে বিগ বি আবারও কামব্যাক করছেন বলিউডে।
ছবিটির টিজার দেখে আন্দাজ করা হচ্ছে এটি একটি স্পোর্টস ড্রামা হতে চলেছে। এনজিও বস্তি ফুটবলের প্রতিষ্ঠাতা বিজয় বারসের জীবনের উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটির মুক্তির তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। অমিতাভ বচ্চন টুইট করে ছবির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন। ছবিটি মুক্তি পাচ্ছে ৪ মার্চ।
আরও পড়ুন
প্রকাশ্যে এল সঞ্জয় লীলা ভনসালী পরিচালিত ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’-র ট্রেলার