পৌরসভা নির্বাচনের মুখে এবার খেলার মাঠের তারকাদের নিয়ে প্রচারে বর্ধমান(Burdwan) পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার। তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের প্রচারে শামিল ছিলেন ফুটবলার রহিম নবি সহ একাধিক ফুটবল তারকা।
বুধবার সমগ্র ১৪ নম্বর ওয়ার্ড জুড়ে প্রচার চালালেন তিনি। ওই নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে জোড়াফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। প্রচার চলাকালীন রহিম নবি জানান, এই ওয়ার্ডে প্রচারের ফলে খুব ভালো সাড়া মিলছে মানুষের কাছে। এছাড়া তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার এই ওয়ার্ডের জন্য অনেক কাজ করেছেন মানুষের জন্য। তাই তিনি মানুষের কাছে আবেদন জানান, তাঁকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। রহিম নবি ছাড়া প্রচারে উপস্থিত ছিলেন ফুটবলার মেহেটান হোসেন, অ্যালভিটো। তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার জানান, মানুষের কাছে থেকে যে পরিমাণে সাড়া মিলছে তাতে প্রচুর পরিমাণ ভোট জয় লাভ করবেন বলে জানালেন।