Weather Update: বাংলায় ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে। ভোরের দিকে কিছুটা ঠান্ডা ভাব থাকলেও, বেলা বাড়তেই রোদের তেজ যেন ক্রমেই বেড়ে চলেছে। কিছু কিছু জেলায় ভোরের দিকে কুয়াশা থাকছে কিন্তু বেলা বাড়তেই শুরু হচ্ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে ক্রমেই তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে বাংলায়। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও বাংলার বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আজ বেলা বাড়ার সঙ্গে রৌদ্রোজ্জ্বল হবে আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি এবং ৩১ ডিগ্রী সেলসিয়াসে ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে এবার ধীরে ধীরে রাতের তাপমাত্রাও বাড়বে। বঙ্গোপসাগর থেকে আসা গরম হাওয়ার সঙ্গে ঠান্ডা হাওয়া মিলে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। এর ফলে কালো মেঘের সৃষ্টি হচ্ছে। যার জেরে রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।