কবে বিশ্বকাপ খেলবেন নেমার? জানিয়ে দিল ব্রাজিল

0

Loading

বাজ্রিলের কাপ্টেম এবং অন‍্যতম সেরা খেলোয়াড় হলেন নেমার। সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমেই গুরুতর চোট পান তিনি। চোটের অবস্থা দেখে ম‍্যাচ চলাকালীন ৮০ মিনিটের মধ‍্যেই নেমারকে তুলেনেন কোচ তিতে। ব্রাজিলের কোচ অ‍্যাডেনর লিওনার্ডো বাচি ওরফে তিতে ভেবেছিলেন চোট সারিয়ে আবার মাঠে ফিরবেন নেমার,কিন্তু চোট গুরুতর হওয়াই দ্বিতীয় ম‍্যাচেও খেলতে পারেননি নেমার। এমনকি গ্রুপ লিগের শেষ ম‍্যাচে ক‍্যামেরুনের বিরুদ্ধেও তাকে খেলতে দেখা যাবেনা বলে সূত্রের খবর। চোটের কারনে গোড়ালি ফুলে উঠেছে নেমারের। তারাতারি সেরে ওঠে মাঠে নামার জন‍্য সারাদিন ফিজিওর সাথেই কাটাচ্ছেন তিনি।

ডিসেম্বরের ২ তারিখ গ্রুপ লিগের শেষ ম‍্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিল নেমার ছাড়াই ১-০ গোলে সুইৎজারল‍্যান্ডের বিরুদ্ধে জেতে। গ্রুপের শেষ ম্যাচের আগে রড্রিগো বলেন, “নেমারের জ্বর হয়েছে। এখন যদিও সব কিছু ঠিক আছে। সুস্থ হয়ে ওঠার পথে রয়েছে ও।” ব্রাজিলের অনেক খেলোয়াড়ই খেলার দরুন চোট পেয়েছে বলে জানাযায়। চোট পেয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো এবং ড‍্যানিলোরও। রড্রিগো বলেন, “ক্যামেরুনের বিরুদ্ধে নেমার, ড্যানিলো এবং স্যান্দ্রোর মধ্যে কাউকেই পাওয়া যাবে না।” নিজের হোটেলে বসে ব্রাজিলের খেলা দেখার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নেমার। সেখানে তাঁর গোঁড়ালি ফুলে ওঠার দৃশ‍্যও তিনি দেখিয়েছেন সমর্থকদের। সবকিছু ঠিক থাকলে শেষ ম‍্যাচে হেরেও প্রি-কোয়ার্টারে উঠবে ব্রাজিল। নেমারের জ্বর এবং শরীর খারাপের কথা অনেক আগেই জানিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তাঁর কথায় , ‘‘নেমারের জ্বর হয়েছে। ও হোটেলের ঘরেই আছে। আমরা প্রার্থনা করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।’’ চিকিৎসকেরা নেমারের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে কিছু ইঙ্গিত দেননি। জ্বরের সাথে সামান‍্য মাথা ধরার মতো লক্ষন দেখা দিয়েছে নেমারের এটুকুই জানান চিকিৎসকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.