শর্মিষ্ঠা ঘোষ
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিমানবন্দরে আসা পাকিস্তানি ক্রিকেট প্লেয়ারদের ‘পাকিস্তানি মুর্দাবাদ’ স্লোগান দিতে শোনা গেছে। ২০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে বাবর আজাম, মহম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি সহ পাকিস্তানি ক্রিকেট প্লেয়ারদের পুলিশ কর্মকর্তারা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এবং তাদেরকে উদ্দেশ্য করেই ‘পাকিস্তানি মুর্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছে।
আর কিছুদিন পর শুরু হবে ২০২৩ এর বিশ্বকাপ। এবারে বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ২০২৩ এর বিশ্বকাপ। এই কারণেই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি ইতিমধ্যে ভারতের মাটিতে পা রাখতে চলেছে। সেইমতো ২৭ সেপ্টেম্বর হায়দ্রাবাদের রাজীব গান্ধি বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানি ক্রিকেট প্লেয়াররা। সেখানেই এই স্লোগান দেওয়া হয়েছে দাবি করা হয় ভাইরাল ভিডিয়োতে।
তবে ভাইরাল হওয়া ভিডিওটি সত্য নয়। ভিডিওটি সত্যতা যাচাই করতে গিয়ে জানা গিয়েছে ভিডিওটি ভুয়ো। বিমানবন্দরে পাকিস্তানি প্লেয়ারদের দেখে ‘পাকিস্তানি মুর্দাবাদ’ বলে যে দাবি করা হচ্ছে সেটি সম্পাদিত। পাকিস্তানি মুর্দাবাদ স্লোগানটি ডিজিটাল প্রক্রিয়ার কারুকার্য করে ভিডিওর সাথে যুক্ত করা হয়েছে।
ভিডিও সত্যতা যাচাই করা হয় কিওয়ার্ড সার্চের মাধ্যমে । সেখানে কোনোভাবেই পাকিস্তানী প্লেয়ারদেরকে ‘পাকিস্তানী মুর্দাবাদ’ বলে দাবি করা হয়নি। যদি এরকম কোন স্লোগান উঠতো তা অবশ্যই গণমাধ্যমে যথেষ্ট মনোযোগ সহকারে প্রকাশ পেত।
আসল ভিডিয়ো দেখুনঃ