বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেতা আমির খান (Amir Khan) এবং কিরণ রাও (Kiran Rao)। আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ১৫ বছরের দাম্পত্য জীবনের পর একটি যৌথ বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের (Aamir Khan-Kiran Rao divorce) খবর ঘোষণা করলেন তাঁরা।
আমির খান ও কিরণ রাও তাঁদের বিবৃতিতে লিখেছেন, “এই ১৫ বছরে আমরা জীবনের অভিজ্ঞতা, আনন্দ এবং খুশির মুহুর্তগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিয়েছি। আমাদের সম্পর্কের বুনিয়াদ ছিল পরস্পরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালবাসা। এবার আমরা আমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তবে স্বামী-স্ত্রী হিসাবে নয়, আমাদের সন্তানের অভিভাবক এবং পরিবার হিসাবে। আমাদের এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। বেশ কিছুদিন আগে থেকেই আমরা আলাদা হওয়ার পরিকল্পনা করছিলাম। এখন আনুষ্ঠানিক ভাবে আমাদের এই সিদ্ধান্ত ঘোষণা করলাম।”
বিবৃতিতে আমির-কিরণ আরও লিখেছেন, ” আমাদের বিবাহ বিচ্ছেদ হলেও একটি বৃহত্তর পরিবারের মতোই আমরা পরষ্পরের সঙ্গে জীবনযাপন করব। আমাদের ছেলে আজাদের প্রতিও আমরা সমানভাবে দায়িত্ব পালন করব। এছাড়াও সিনেমা ও পানি ফাউন্ডেশন এবং অন্যান্য প্রকল্পগুলিতেও আমরা একসঙ্গে কাজ করব।”
বিবৃতিতে তাঁরা আরও লিখেছেন, “আমাদের সম্পর্ককে বোঝার জন্য আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ, যাদের ছাড়া আমরা এই পদক্ষেপ নিতে এতটা নিরাপদ বোধ করতাম না। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রত্যাশা করছি এবং আশা করি আমাদের মতো আপনারাও এই বিবাহ বিচ্ছেদকে শেষ হিসাবে না দেখে, নতুন যাত্রার সূচনা হিসাবে দেখবেন।”
সহকারী পরিচালক থাকাকালীন কিরণের সঙ্গে আমির খানের প্রথম সাক্ষাৎ হয়েছিল ‘লাগান’ ছবির সেটে। আমির প্রথম সাক্ষাৎ সম্পর্কে বলেছিলেন, একদিন কিরণ তাঁকে ফোন করেছিলেন, প্রায় ৩০ মিনিট ধরে তাঁর সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিরণের সঙ্গে কথোপকথনের পর তিনি কেন আনন্দে লাফাচ্ছিলেন তা তিনি নিজেও বুঝতে পারছিলেন না। আমির জানিয়েছিলেন, ফোনে কথা বলার পর তিনি কিরণের সঙ্গে ডেটিং করা শুরু করেছিলেন। ১-২ বছর ধরে ডেটিং করার পর আমির খান বুঝতে পেরেছিলেন যে তিনি কিরণ ছাড়া নিজের জীবন কল্পনা করতেও পারবেন না।
এরপর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা এবং ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের এক পুত্রসন্তানের জন্ম হয়, যার নাম আজাদ রাও খান।
কিরণের আগে ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ সালে রীনা এবং আমিরের ১৬ বছরে দাম্পত্য জীবনের অবসান হয়েছিল। আমির এবং রীনার দুই সন্তান আছে, পুত্র জুনায়েদ খান ও কন্যা ইরা খান।
আমির খানকে তাঁর আগামী ছবি ‘লাল সিংহ চাড্ডা’তে ফের পর্দায় দেখা যাবে । ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন করিনা কাপুর।