শীঘ্রই আসতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান ২’ (Bajrangi Bhaijaan 2), ঘোষণা করলেন সলমন খান।
সলমন খানের (Salman Khan) ক্যারিয়ারের সফল ছবিগুলির মধ্যে অন্যতম হল ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan)। ইন্দো-পাক সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি এক অন্যরকম সম্পর্ক ও ভালবাসার গল্প, যা দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। ছবিটি বক্সঅফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পাশাপাশি দর্শক থেকে শুরু করে সমালোচক, সকলের মন জয় করে নিয়েছিল। এবার সেই ছবিরই সিকোয়েল বানানোর কথা ঘোষণা করলেন সলমন খান। তিনি জানান, ছবির গল্প এবং চিত্রনাট্যের উপর কাজ শুরু হয়ে গিয়েছে।
রবিবার ‘বাহুবলী’ (Baahubali) খ্যাত পরিচালক এসএস রাজামৌলির (S. S. Rajamouli) নতুন ছবি ‘আরআরআর’ (RRR) নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত হন সলমন। সেখানে সলমন নিজের থেকেই ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সিকোয়েলের কথা তোলেন। ‘বজরঙ্গি ভাইজান’-এর গল্প এসএস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (K. V. Vijayendra Prasad) লিখেছিলেন। সেই কথা উল্লেখ করে সলমন খান বলেন, রাজামৌলি এবং ওনার বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে খুব ভাল সম্পর্ক সলমনের। ‘বজরঙ্গি ভাইজান’-এর গল্প কে ভি বিজয়েন্দ্র প্রসাদ লিখেছিলেন। খুব শীঘ্রই ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে কাজ শুরু করবেন তাঁরা বলেও জানান তিনি।
আরও পড়ুন
Gora Teaser: জানুয়ারিতে আসছেন সিরিয়াল কিলার স্পেশালিস্ট গৌরব সেন ওরফে গোরা