Friday, April 19, 2024

SBI FD Interest Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

SBI FD Interest Rates: ফিক্সড ডিপোজিটে (Fixed Deposits / FD) সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India / SBI)। ১৫ ডিসেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক বেস রেট ০.১০ শতাংশ বা ১০ বেসিস পয়েন্ট (bps) বাড়িয়েছে। নতুন আমানতকারীর পাশাপাশি যাদের অ্যাকাউন্টের মেয়াদ এই ঘোষণার পর পূর্ণ হয়েছে, এমন গ্রাহকরাও নতুন সুদের হার লাভ করতে পারবেন। জেনে নিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক FD-র ওপর সুদের হার-

  • ৭ – ৪৫ দিনের মেয়াদ কাল হলে সুদের হার হবে ২.৯%
  • ৪৬ – ১৭৯ দিনের মেয়াদ কাল হলে সুদের হার হবে ৩.৯%
  • ১৮০ দিন – ১ বছরের কম দিনের মেয়াদ কাল হলে সুদের হার হবে ৪.৪%
  • ১ – ২ বছরের কম দিনের মেয়াদ কাল হলে সুদের হার হবে ৫%
  • ২ – ৩ বছরের কম দিনের মেয়াদ কাল হলে সুদের হার হবে ৫.১%
  • ৩ – ৫ বছরের কম দিনের মেয়াদ কাল হলে সুদের হার হবে ৫.৩%
  • মেয়াদ কাল ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত হলে সুদের হার হবে ৫.৪%

এছাড়াও সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে State Bank of India (SBI) শুরু করেছে 3-in-1 অ্যাকাউন্ট পরিষেবা। এবার থেকে একটি অ্যাকাউন্টের মাধ্যমেই গ্রাহকরা পাবেন তিনটি কাজের সুবিধা। আগে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Saving Bank Account), ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) এবং অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট (Trading Account) আলাদা করে খুলতে হত। এখন থেকে আর তা করতে হবে না। নতুন 3-in-1 Account খুললে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই তিন ধরনের অ্যাকাউন্টের সুবিধা পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন

Panama Papers Case: পানামা পেপার্স মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে তলব ED-র

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles