মুক্তি পেল ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) অভিনীত ওয়েব সিরিজ ‘গোরা’-এর টিজার (Gora Teaser)। জানুয়ারি মাসে জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম ‘হইচই’-এ (Hoichoi) মুক্তি পেতে চলেছে ‘গোরা’ (Gora)।
সায়ন্তন ঘোষাল (Sayantan Ghosal) পরিচালিত ‘গোরা’ সিরিজে গৌরব সেন ওরফে গোরার চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। গোরা পেশায় একজন ‘সিরিয়াল কিলার স্পেশালিস্ট’ অর্থাৎ ‘ডিটেক্টিভ’ তথা গোয়েন্দা। এককথায় বলা যেতে পারে গৌরব সেন ওরফে গোরা প্রধানত সিরিয়াল কিলিং-এর রহস্য সমাধান করেন। গল্পে গোয়েন্দা আছে আর তাঁর একজন সহকারী থাকবেন না তা কখনও হতে পারে ? এই সিরিজেও গোয়েন্দা গোরার একজন সহকারী রয়েছেন। এই সহকারীর চরিত্রে অভিনয় করছেন সুহত্র মুখোপাধ্যায়। এছাড়া সিরিজের অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইশা সাহা (Ishaa Saha), অনুরাধা রায় (Anuradha Ray) প্রমুখ।
টিজার লিঙ্ক : গোরা
টিজারের শুরুতেই দেখা যায় গৌরব সেন ওরফে গোরা হেঁড়ে গলায় গান গাওয়ার কারণে পাড়াপড়শিদের অতিষ্ট হওয়ার দৃশ্য। তারপরের কিছু দৃশ্য দেখে বোঝা যায় গোরা কারুর নাম-ধাম মনে রাখতে পারেন না, ভুলে যাওয়ার ব্যামো আছে। সবকিছু মনে রাখার জন্য তাঁর একজন সহকারী দরকার। তারপরের একটি দৃশ্যে দেখা যায় ইশা সাহা ঋত্বিক চক্রবর্তী তথা গোরাকে বলেছেন, ‘একটা খুন আটকাতে আপনার কাছে আসা যাবে না? খুন হওয়ার পর আসব?’ যার উত্তরে গোরা বলেন, ‘একটার বেশি খুন হলে আসবেন। কারণ আমি সিঙ্গেল কিলার নই সিরিয়াল কিলার স্পেশালিস্ট।’ টিজার দেখে বোঝা যাচ্ছে গোয়েন্দাগিরি এবং রহস্য-রোমাঞ্চের সঙ্গে এই সিরিজে মিলবে আনকোরা মজা, কৌতুকেরও স্বাদ।
আরও পড়ুন
Ritwick Chakraborty: গোয়েন্দা ‘গোরা’র হাত ধরে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী