বর্ধমানের কৃষ্ণসায়র পার্কে ‘ফুলমেলা’ (Burdwan Ful Mela) হওয়ার কথা ছিল গত ১২ জানুয়ারী থেকে। কিন্তু রাজ্য তথা পূর্ব বর্ধমান জেলাজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ে অনির্দিষ্টকালের জন্য মেলা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে, বর্তমানে রাজ্য সরকারের তরফে করোনা বিধির নতুন নির্দেশিকা অনুসারে ফের ফুলমেলা(Burdwan Ful mela) করার সিদ্ধান্ত নিল মেলা কর্তৃপক্ষ। মেলার উদ্যোক্তা বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারী সমস্ত কোভিড বিধি মেনে মেলা আয়োজন করা হবে। উদ্বোধন হবে ২২ জানুয়ারি। মেলা শুরু দুপুর ২ টো থেকে। জানা গিয়েছে, প্রবেশমূল্য রাখা হয়েছে ১০ টাকা।
প্রসঙ্গত, বেশ কয়েকবছর আগে বন্ধ হয়ে যায় বর্ধমান গোলাপবাগের কৃষ্ণসায়র পার্কের ফুলমেলা। একসময় বর্ধমান শহরের বাসিন্দাদের কাছে খুবই জনপ্রিয় ছিল এই মেলা। যা নিয়ে খুবই আবেগ রয়েছে শরহবাসীর। বিধায়কের উদ্যোগে পুনরায় এই মেলা শুরু হওয়ায় উৎসাহী বাসিন্দারা।
আরও পড়ুন
পর্যটনকেন্দ্র খোলার দাবিতে স্মারকলিপি জমা টুরিষ্ট বাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের