এই কোভিড পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি শিকেয় তুলে আজও গঙ্গাসাগরে দেখা গেল উপচে পড়া ভিড়। রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। এরই মধ্যে করোনা বিধিনিষেধ (Covid Guidelines) নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলা সহ আরও কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হয়েছে। আগের নিয়ম ও নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে তবে ছাড় দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে। তবে আগের মতোনই আপাতত বন্ধ থাকছে স্কুল কলেজ।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সঠিক কোভিড বিধি মেনে খোলা জায়গায় মেলা করা যাবে। এবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ২০০ জন। অন্যদিকে অনুষ্ঠান গৃহে ৫০% অথবা ২০০ জনের উপস্থিতিতে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আরও পড়ুন