মৌ রায়, বর্ধমান: সোমবার একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলনে নামলেন একটি নামী বহুজাতিক খাবার সরবরাহকারী সংস্থার বর্ধমান (Burdwan) শাখার কর্মীরা। অনলাইন অ্যাপ নির্ভর বাড়ি বাড়ি খাবার সরবরাহকারী সংস্থার ওই কর্মীরা এদিন সম্পূর্ণ কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। সংস্থার উর্দ্ধতন কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কাজ বন্ধ রাখবেন বলে জানান তাঁরা।
আন্দোলনকারী কর্মীদের অভিযোগ, সময়সীমার বেশি কাজ করানো হচ্ছে তাঁদেরকে, সময় পেরিয়ে গেলে টাকা কেটে নেওয়া হচ্ছে, নতুন ছেলেদের কাজে নিয়োগ করা হচ্ছে অথচ পুরনোদের আইডি বন্ধ করে দেওয়া হচ্ছে। অতিরিক্ত কাজ করেও সেই তুলনায় বেশি টাকা পাচ্ছেন না, রাস্তায় কোনও সমস্যায় পড়লে কর্তৃপক্ষ তার দায়দায়িত্ব নিচ্ছেন না, এইসব অভিযোগ জানিয়ে সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভে সামিল হন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া বর্ধমান শাখার কর্মীরা। তাঁরা দাবি জানান নতুন কর্মী নিয়োগ করা যেন বন্ধ হয়, পুরনো কর্মীদের আইডি বন্ধ করা যাবে না, তাঁদেরকে যেন সঠিক পারিশ্রমিক দেওয়া হয়, কোনও সমস্যায় পড়লে কর্তৃপক্ষ যেন তাঁদের সহায়তা করে এমন একগুচ্ছ দাবি নিয়ে পূর্ব বর্ধমান শহর বর্ধমান বাঁকা উৎসব ময়দানে বিক্ষোভ দেখান তাঁরা। যতক্ষণ তাঁদের দাবি মতো সমস্যার সমাধান হচ্ছে না ততক্ষণ তাঁরা পুরোপুরি কাজ বন্ধ রাখবেন বলে জানান।
আরও পড়ুন