মৌ রায়, বর্ধমান: সোমবার বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সনের দায়িত্বভার গ্রহণ করলেন কাকলি তা গুপ্ত। গত ২১ জানুয়ারি নবান্ন থেকে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়। এদিন বর্ধমান (Burdwan) উন্নয়ন সংস্থার দপ্তরে গিয়ে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। এদিন বর্ধমান উন্নয়ন সংস্থার তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়।
সেখানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌরসভার উপ পৌরপ্রশাসক আইনুল হক, উপ পৌরপ্রশাসক আলপনা হালদার, সমাজসেবী রাসবিহারী হালদার সহ বিশিষ্টরা ও কাকলিদেবীর অনুগামীরা।
বিডিএ-র চেয়ারপার্সন পদের দায়িত্বভার গ্রহণ করে কাকলি তা গুপ্ত বলেন, বর্ধমান শহরের বিভিন্ন এলাকার সুবিধা-অসুবিধা এবং উন্নয়নমূলক কাজকর্মের বিষয়ে কাউন্সিলর এবং বিডিএ-র কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এছাড়া বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামীদিনে শহরে আরও উন্নয়নমূলক কাজকর্ম করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
নায্য পারিশ্রমিক সহ একাধিক দাবিতে আন্দোলনে অইনলাইন ফুড ডেলিভারি বয়রা