দেশে ফের বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে শুক্রবার থেকে ১৮ বছরের ঊর্ধ্বে বিনামূল্যে করোনার বুস্টার টিকা (Booster Dose) দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্বাধীনতার ৭৫ তম বর্ষ উৎযাপন করা হবে দেশজুড়ে। স্বাধীনতার ৭৫ বছর হিসেবে আজাদি কা অমৃত মহোৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই উপলক্ষ্যেই ১৫ জুলাই থেকে বিনামূল্যে ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৫ জুলাইয়ের পর থেকে টানা ৭৫ দিন বিনামুল্যে দেওয়া হবে করোনা বুস্টার ডোজ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা টিকার (Corona Vaccine) দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে কমিয়ে দেওয়া হয়েছে ব্যবধান। আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পর বুস্টার ডোজ নেওয়া যেত, এখন সেই ব্যবধান কমিয়ে ৬ মাস করে দেওয়া হয়েছে। কোউইন অ্যাপেও বদল আনা হয়েছে।
আরও পড়ুন