ব্রাজিল (Brazil) থেকে ডাইনোসরের (Dinosaur) এক নতুন প্রজাতির আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। পেলিঅন্টোলজির একটি দল ব্রাজিলের মন্টে অল্টো এলাকা থেকে এই নতুন জীবাশ্ম আবিষ্কার করেছে। প্রসঙ্গত ভৌগোলিক ভাবে এই অঞ্চলটি ডাইনোসর চর্চায় বরাবরই নতুন নতুন গবেষণার দরজা খুলে দিয়েছে।
এই জীবাশ্মও নতুন দিগন্ত খুলে দিয়েছে ডাইনোসর চর্চায় বলে জানিয়েছে বিজ্ঞানীরা। এছাড়াও বিজ্ঞানীরা জানিয়েছে, ৭ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিটি দক্ষিণপূর্ব আমেরিকায় ঘুরে বেড়াত।
জানা গিয়েছে, ডাইনোসরের এই প্রজাতির নাম ‘কুরুপি ইটাটা’। এই ‘কুরুপি ইটাটা’ হল চতুষ্পদ ডাইনোসর। এই ডাইনোসরের দৈর্ঘ্য ১৬ ফুট। এই জীবাশ্ম পরীক্ষা করার পর জানা গিয়েছে এই ধরনের ডাইনোসরেরা খুব ভালোভাবে দৌড়তে পারত। মন্টে অল্টোস মিউজিয়াম অব প্যালেঅন্টোলজিতে (Monte Alto’s Museum of Paleontology) এই ‘কুরুপি ইটাটা’র (Kurupi Itaata) মডেল প্রদর্শিত হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন