আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে (ISSF Junior World Championship) মহিলাদের দলগত স্কিট ইভেন্টে সোনা পেল ভারত। পেরুর লিমায় আয়োজিত এই টুর্নামেন্ট থেকে পদক আনলেন ভারতীয় শুটারেরা।
আরিবা খান, গনেমত শেখোঁ এবং রাইজা ধিলোঁকে নিয়ে মহিলাদের স্কিট ইভেন্টের জন্য গঠিত ভারতীয় দল ৬ পয়েন্ট সংগ্রহ করে সোনা পেয়েছে। ইটালিকে হারান তাঁরা। প্রতিযোগিতায় ভারতের এটা দ্বিতীয় সোনা জয়। পুরুষদের দলগত বিভাগে তুরস্ককে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে রাজবীর গিল, অভয় সিংহ শেখোঁ এবং আয়ুষ রুদ্ররাজুকে নিয়ে গঠিত ভারতীয় দল।
অন্যদিকে নিজের দ্বিতীয় সোনা জিতলেন মনু ভাকের। সরবজোৎ সিংহের সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে সোনা জেতেন তিনি। এছাড়াও পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে সোনা জেতেন শ্রীকান্ত ধনুষ, পার্থ মাখিজা এবং রাজপ্রীত সিংহ।
আরও পড়ুন