দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia)। রবিবার তাঁর পুত্র সন্তানের জন্ম হয়েছে। বলিউড অভিনেতা অঙ্গদ বেদী (Angad Bedi) অর্থাৎ নেহা ধুপিয়ার স্বামী সোশ্যাল মিডিয়ায় তাঁদের দ্বিতীয় সন্তান হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। জানা গিয়েছে, এই মুহূর্তে নেহা ধুপিয়া এবং তাঁর পুত্র সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া দ্বিতীয়বার মা হতে চলেছেন এই খবর তাঁর অনুরাগীদের সঙ্গে অনেকদিন আগেই ভাগ করে নিয়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুই তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতেন। দ্বিতীয় সন্তান জন্মানোর কিছুদিন আগে পুল পার্টি করতে দেখা গিয়েছিল নেহা ধুপিয়াকে। তিনি জানিয়েছিলেন, তাঁর হবু সন্তানের সঙ্গে তিনি পুল পার্টি করছেন। আজ সেই খুশির মুহূর্ত এল তাঁর জীবনে। এদিন অঙ্গদ বেদী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে নেহা ধুপিয়ার সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করে লেখেন, ‘সর্ব শক্তিমানের আশির্বাদে পুত্র সন্তানের জন্ম হয়েছে আমাদের। নেহা এবং সন্তান, দুজনেই সুস্থ রয়েছে। মেহরও (Mehr) তাঁর ছোট্ট ভাইকে কাছে পাওয়ার জন্য তৈরি।’ অঙ্গদ বেদীর পোস্ট দেখার পর তাঁদের আত্মীয় -পরিজন, বন্ধু বান্ধব এবং অনুরাগীরা তাঁদেরকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন
Danny Detective INC : দীপাবলিতে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্তের তৈরি নতুন গোয়েন্দা গল্প