করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমাহল। ফলে বলিউডের (Bollywood) বেশ কয়েকটি ছবির কাজ শেষ হয়ে গেলেও মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পর একে একে সেই সব আটকে পড়া ছবিগুলির মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রীরা। সেই মতো অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) ছবির মুক্তির দিনও ঘোষণা করেছিলেন। কথা ছিল ২০২২ সালের ৬ জানুয়ারি এই ছবি মুক্তি পাবে। তবে একইদিনে মুক্তি পেতে চলেছে পরিচালক রাজামৌলির (S. S. Rajamouli) বিগ বাজেট ছবি ‘ট্রিপল আর’ (RRR)। এমন অবস্থায় সঞ্জয় লীলা বনশালী ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মুক্তির দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন।
আরও পড়ুন
দেব আনন্দ-সুরাইয়ার প্রেম কেন পূর্ণতা পায়নি,কী ছিল কারণ ?
আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ২০২২ সালে ৬ জানুয়ারির বদলে মুক্তি পাবে ১৮ ফেব্রুয়ারি বলে জানা গেছে। সঞ্জয় লীলা বনশালীর এমন সিদ্ধান্তে খুশি হয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘ট্রিপল আর’ ছবির পরিচালক রাজামৌলি। তিনি ট্যুইট করে বলেন, ‘মাননীয় সঞ্জয় লীলা বনশালী এবং মাননীয় জয়ন্তীলাল গাড়া (Jayantilal Gada) তাঁদের ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মুক্তির দিন পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসনীয়। গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির জন্য আমাদের শুভেচ্ছা রইল।’
দীর্ঘদিন সিনেমাহল বন্ধ থাকার পর করোনা সংক্রমণের আশঙ্কার মধ্যেই দীপাবলিতে মুক্তি পায় ‘সূর্যবংশী’ (Sooryavanshi)। পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) এই ছবি মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই পৌঁছে যায় ১০০ কোটির ক্লাবে।
আরও পড়ুন
কাকার ক্যান্টিনের পাঁচ রুপাইয়া বারা আনা ধার পরবর্তীতে হয়ে উঠেছিল কিশোর কুমারের কন্ঠে জনপ্রিয় গান