Thursday, October 3, 2024
More

    Jhulan Goswami: বিশ্বকাপে অনন্য রেকর্ড বাংলার মেয়ে ঝুলন গোস্বামীর

    বৃহস্পতিবার মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup 2022) নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে বিশ্ব রেকর্ড করলেন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বিশ্বকাপে তিনি এক উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে যুগ্ম ভাবে আইসিসির শো-পিস ইভেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন। ৩৯ বছর বয়সী ঝুলন গোস্বামী স্পর্শ করলেন অষ্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে (Lyn Fulltston)। মেয়েদের বিশ্বকাপে ঝুলন ও ফুলস্টনের উইকেট সংখ্যা ৩৯। এদিন ঝুলন আর একটা উইকেট নিতে পারলেই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্ৰাহক হয়ে যেতেন। এদিনের খেলায় ঝুলন ৯ ওভার বল করেন, ৪১ রান ও ১ উইকেট নেন। এই বিশ্বকাপে পাকিস্তানকে (Pakistan) ১০৭ রানে হারিয়ে টিম ইন্ডিয়া তাদের অভিযান শুরু করে।

    উল্লেখ্য, ঝুলন গোস্বামীর এটাই হয়তো শেষ বিশ্বকাপ। এখনও পর্যন্ত ঝুলন ২৪৮টি উইকেট নিয়েছেন। তিনি ছাড়া বিশ্বের অন্য কোনো মহিলা বোলার ২০০ উইকেটের রেকর্ডও ছুঁতে পারেননি। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ঝুলন গোস্বামী ২৫০ উইকেটের টার্গেট ছাড়াও বিশ্বকাপে সর্বাধিক উইকেটের রেকর্ডটি ধরে রাখতে চান তিনি। তবে এতদূর পৌঁছানো ঝুলনের কাছে সহজ ছিল না। ১৫ বছর বয়সে ঝুলন খেলা শুরু করেন। এরপর তিনি আর থামেননি। শুরুতে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন তিনি। তাঁর বলে ছেলেরাও রান করতে পারত না। এমন পরিস্থিতি হওয়ার কারণে অনেক সময় ম্যাচ থেকে দূরে সরিয়ে রাখা হত তাঁকে। কিন্তু তিনি কখনও হার মানেননি। ২০০২ সালে অর্থাৎ ২০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ক্রিকেটে তাঁর ভাল পারফরম্যান্সের কারণে ২০১০ সালে অর্জুন পুরস্কার এবং ২০১২ সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় তাঁকে। ২০০৭ সালে আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারও হয়েছিলেন তিনি।

    আরও পড়ুন

    ৭-৮ বছর নয়, আরও ১০ বছর খেলবে কোহলি, রেকর্ড ভাঙবে সচিনের’ : অংশুমান গায়কোয়াড়

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles