Makar Sankranti 2022: করোনার বাড়বাড়ন্ত দেখে মকর সংক্রান্তির পুণ্যস্নানে নিষেধাজ্ঞা জারি করল ওড়িশা সরকার। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিন দেশে লক্ষ লক্ষ মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন। এছাড়াও ওমিক্রন মানুষের মনে একটা বাড়তি আতঙ্ক সৃষ্টি করেছে। সেই কারণে সব দিক বিচার-বিবেচনা করে ওড়িশা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
ওড়িশা সরকার জানিয়েছে, মকর সংক্রান্তি বা পোঙ্গলে কোনওরকম জমায়েত করা যাবেনা এবং মকর সংক্রান্তি মেলার আয়োজন করা যাবে না। ভক্ত সমাগম ছাড়াই এবার করতে হবে পুজোপাঠ। ওড়িশা সরকারের এই সিদ্ধান্তকে সকলেই স্বাগত জানিয়েছেন।
অন্যদিকে উত্তরাখন্ডেও স্থগিত রাখা হল মকর সংক্রান্তির পুণ্যস্নান। সেখানকার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করা যাবে না।সেখানকার বিভিন্ন জায়গায় পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, এমনকি হর কি পৌড়িতেও। তার পাশাপাশি নাইট কারফিউ জারি করা হবে। হরিদ্বারের অতিরিক্ত জেলা শাসক বিনয় শংকর পান্ডে জানিয়েছেন ১৪ জানুয়ারি রাত দশটা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ চলবে।
আরও পড়ুন
করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের, কী বলা হয়েছে জেনে নিন…