আজ বিশ্ব আদিবাসী দিবস (World Tribal Day), এদিন ঝাড়গ্রামে পৌঁছে বিশ্ব আদিবাসী উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ঝাড়গ্রামের অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। নাচ শুরুর আগে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘পাঞ্চি’ শাড়ি গায়ে জড়িয়ে নেন তিনি। নাচের পরে ধামসাও বাজান। একজন শিল্পীর কাছ থেকে ঝুমুর নিয়েও বাজান তিনি। অনুষ্ঠান মঞ্চে ওঠার আগে আদিবাসী শহিদদের আলোক চিত্র ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে সিধু-কানহুর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি।
আজকের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের কৃতী মানুষদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সম্প্রদায়ের বিশিষ্টদের সম্মান জানানো হয় এদিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
আরও পড়ুন
হুল দিবস; বিশ্বাসঘাতকদের জন্য শহিদ হতে হয়েছিল সিধু-কানুকে, জেনে নিন সেই আন্দোলনের ইতিহাস