তানিয়া সুলতানা
সম্প্রতি লাক্ষদ্বীপ সফর করে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মলদ্বীপ বা মরিশাসকে রীতিমতো গোল দিতে পারে ভারতের লাক্ষাদ্বীপ। সেখানে পা রেখে পরম সুখ প্রাপ্তি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবারের সফরে আগাত্তি, বানজারাম ও কাভারাত্তি সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলাপচারিতা করেছেন তিনি। তাঁদের কাছ থেকে যে আতিথেয়তা পেয়েছেন, তাতে অভিভূত প্রধানমন্ত্রী। তাই নয়া দিল্লিতে ফিরেই লক্ষদ্বীপের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সেই আতিথেয়তার কথা নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী
লাক্ষাদ্বীপ সফরে গিয়ে সেখানে ১ হাজার ১৫০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি। তবে কাজ নিয়েই শুধু ব্যস্ত থাকেননি। তার ফাঁকে ঘুরে দেখেছেন চারপাশও। সমুদ্রসৈকতে হাঁটাহাঁটির পাশাপাশি, নীল জলে নেমে স্নরকেলিং-ও করেছেন। মোদি জানিয়েছেন, লাক্ষাদ্বীপে গিয়ে অদ্ভুত প্রশান্তি পেয়েছেন তিনি। ১৪০ কোটি ভারতবাসীর কল্যাণে আরও পরিশ্রম করতে উদ্বুদ্ধ হয়েছেন। লাক্ষাদ্বীপ সফরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন মোদি, তাতে কালো কুর্তা এবং কালো শাল গায়ে সমুদ্রসৈকতে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। তার সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপের দ্বীপগুলির সৌন্দর্য এবং সেখানকার মানুষের উষ্ণতা দেখে বিস্মিত হয়েছিলেন। আগাট্টি, বাঙ্গারাম এবং কাভারত্তিতে স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করে, তিনি তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যত্ পরিকাঠামো, উন্নত স্বাস্থ্যসেবা, দ্রুত ইন্টারনেট এবং বিশুদ্ধ পানীয় জলের অ্যাক্সেসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে ব্যাপক উন্নয়নের মাধ্যমে জীবনকে উন্নত করার জন্য সরকারের প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তাঁর উদ্বোধন করা প্রকল্পগুলো এই অঙ্গীকার প্রদর্শন করে। একটি কালো কুর্তা এবং সাদা চপ্পল পরে, প্রধানমন্ত্রী মোদীকে সমুদ্র সৈকতে হাঁটাহাঁটি করেতে দেখা গিয়েছে। লাক্ষাদ্বীপের প্রশান্তি সহ প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে ১৪০ কোটি ভারতীয়দের কল্যাণে আরও কঠোর পরিশ্রম করার উপায়গুলির দিকে প্রতিফলন করার জন্য একটি সুযোগ দিয়েছে।
আরও পড়ুন PM Kisan Samman Nidhi: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন