মার্কিন যুক্তরাষ্ট্র এবার কী ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট পেতে চলেছে, এমন প্রশ্নই উঠেছিল বিবেক রামস্বামী নাম ঘোষণা হওয়ার পর । মার্কিন রাষ্ট্রপতি ভোটে বেশ অনেকটাই প্রভাব দেখা যায় বিবেক রামস্বামীর
কিন্তু এই অবস্থায় রিপাবলিকানদের মধ্যে কে হবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী তার জন্য আইওয়াতে শুরু হয় ককাস। সেই ফলাফল বাইরে আসতেই এবার রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ালেন বিবেক রামস্বামী। ককাসে ভোট গ্রহণের প্রথম থেকে বিবেক তাঁর জায়গা ধরে রেখেছিলেন কিন্তু পরে ভোট শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে রিপাবলিকানরা তাঁদের পছন্দের প্রার্থী হিসাবে ট্রাম্পকে বেছে নেয়।
দাপুটে নেতা হলেও কিন্তু তাঁর পার্টির মতামত চরম এবং অন্তিম সিদ্ধান্ত। এরপরে তিনি তাঁর বক্তব্য রাখেন, বলেন ‘আমি আজ সত্যির সঙ্গে থাকতে চাই এবং এটই কঠিন সত্যি, আর এটাতেই আমি টিকে থাকতে চাই।’ এরপর তিনি আরও বলেন ‘আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলাম, তাঁর জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানাতে’। ৩৮ বছর বয়সী রামাস্বামী এই ভোটে অন্যতম যুব প্রার্থী তাঁর সম্পূর্ণ সমর্থন থাকবে ডোনাল্ড ট্রাম্প কে। এবার বিবেক রামস্বামী নিউ হ্যাম্পশায়ারে গিয়ে ট্রাম্পের হয়ে প্রচার করবেন। মানুষের কাছে গিয়ে তিনি দেশের ভবিষ্যতের কথা রাখবেন। এই ভোটকে আলাদা করে তুলে ধরতে তিনি যুবদের সাথে নিয়ে এগিয়ে চলার কথা তিনি তার বক্তব্যে রেখেছেন। মার্কিন শিল্পোদ্যোগী হিসাবে পরিচিত বিবেক রামস্বামী আমেরিকার সিনসিনাটি শহরে জন্ম গ্রহণ করেন। তার উচ্চশিক্ষা হারভার্ড থেকে। সেখানে তিনি বায়োলজির ডিগ্রি গ্রহণ করেন। পরে তিনি ইয়ালে ল স্কুল থেকে তাঁর ডিগ্রি নেন। তার বাবা মা ভারতে জন্মগ্রহণ করলেও পরে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে চলেযান।