শুভদীপ বন্দ্যোপাধ্যায় ও পৌষালী চক্রবর্তী: নিউমোনিয়ায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে (Naseeruddin Shah) মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আপাতত তিনি স্থিতিশীল আছেন এবং চিকিৎসায় ভালো সাড়াও দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার।
গত ২৯শে জুন, মঙ্গলবার মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। বুধবার সকালে সেই তথ্য প্রকাশ্যে আসে। বর্তমানে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠক শাহ সহ তাঁর পরিবারের সকলে সেখানে তাঁর সঙ্গেই রয়েছেন।
অভিনেতার ম্যানেজার সংবাদমাধ্যমে জানিয়েছেন, “স্যার ২৯শে জুন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে তিনি এখন ভালো আছেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার একটি প্যাচ রয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে। আজ বা কাল তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর করোনায় অভিনেতা ঋষি কপূর এবং ইরফান খানের মৃত্যুর পরে নেটদুনিয়ায় নাসিরুদ্দিনের অসুস্থতার ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল আচমকাই। নেটমাধ্যম জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে শুরু করেছিলেন তাঁর ভক্তরা। সেই সময়ে নাসিরুদ্দিনের ছেলে অভিনেতা ভিভান শাহ ৩০শে এপ্রিল, ২০২০তে একটি টুইট বার্তায় এই খবরের সত্যতা নিয়ে মুখ খোলেন। তিনি জানান, তাঁর বাবা সম্পূর্ণ সুস্থ।
দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারে নাসিরুদ্দিনের ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় পুরষ্কার। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘রামপ্রসাদ কি তেহরভি’ এবং জি৫-এর ‘মী রাকসাম’ ছবিতে। এর আগে বহুল প্রশংসিত অ্যামাজন প্রাইম ভিডিও-র ওয়েব-সিরিজ ‘বান্দিশ ব্যান্ডিটস’-এ বন্দী দস্যুর চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়াও, নাসিরুদ্দিন ‘সাচ এ লং জার্নি’, ‘দ্য গ্রেট নিউ ওয়ান্ডারফুল’ এবং ‘ম্যাঙ্গো ড্রিমস’-এর মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক ছবিতেও অভিনয় করেছেন।