করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য বন্ধ স্কুল কলেজ, কবে থেকে খুলবে তা এখনও স্পষ্ট নয়। স্কুল কলেজ বন্ধ থাকার জন্য বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়ানো হচ্ছে। তবে অনলাইনে পড়াশোনা করার জন্য দরকার ট্যাব বা স্মার্টফোন, যা কেনার সামর্থ্য সবার নেই। এমতাবস্থায় পড়াশোনায় যাতে কোনো বাধা না পরে সেই কথা বিবেচনা করে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ (Student Credit Card) প্রকল্প চালু করা হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) জানান, এই ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য ১৫ বছর মেয়াদে ঋণ পাবে ছাত্রছাত্রীরা৷ পাশাপাশি পড়ুয়াদের ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ (Student Credit Card)- এর মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে এবং ঋণ নেওয়ার জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে৷ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, ছাত্র ছাত্রীদের জন্য চালু করা এই ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ নিয়ে যেন কোনো জালিয়াতি না হয়।
এদিনের বৈঠকে মমতা জানান, ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারবে কিনা এ বিষয়ে বাবা-মায়েদের আর কোনো চিন্তা করতে হবে না, পড়ুয়াদের মন খারাপ করে থাকতেও হবে না। আর টাকা-পয়সার কথা না ভেবে পড়ুয়াদের মন দিয়ে পড়াশোনা করতে বলেন তিনি।
এছাড়াও তিনি জানান, শিক্ষা দফতরের ওয়েবসাইট এবং এগিয়ে বাংলা ওয়েবসাইটের মাধ্যমে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে৷ হেল্পলাইন নম্বর হল ১৮০০১০২৮০১৪। এই ক্রেডিট কার্ড দিয়ে সাধারণ ব্যাঙ্ক ছাড়াও কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমেও ঋণ পাওয়া যাবে৷