শর্মিষ্ঠা ঘোষ, বং লাইফ অ্যান্ড মোরঃ গত মঙ্গলবার পাঞ্জাবের অমৃতসরে নর্দান জোনাল কাউন্সিলে ৩১তম বৈঠকে দেশের উন্নতির কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । তাঁর সঙ্গে তিনি এও বলেন যে নিরাপত্তা জোরদার করবার জন্য আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলিতে অ্যান্টি ড্রোন সিস্টেম (Anti Drone System) মোতায়ন করা হবে।
নর্দান জোনাল কাউন্সিলের ৩১ তম বৈঠকে ২৮ টিরও বেশি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে তিনি সীমান্তে ড্রোন বিরোধী ব্যবস্থাকে সব থেকে গুরুত্ব সহকারে ঘোষণা করেন। এই অ্যান্টি ড্রোন সিস্টেম সীমান্তে শত্রু পক্ষের ড্রোন বা সেই জাতীয় যন্ত্রদের খুঁজে বের করবে ও রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার করে সেগুলিকে ধ্বংসও করতে পারবে। যা দেশের ও সৈনিকদের নিরাপত্তার ক্ষেত্রে ঢাল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
শুধু তাই নয়, বৈঠকে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “সাইবার অপরাধ প্রতিরোধ, উড়ান প্রকল্পের অধীনে বিমান প্রকল্প পুনরায় চালু করা, PMGSY-এর আওতায় সড়ক সংযোগ, জল বন্টন সংক্রান্ত বিরোধগুলি খোলা মনে সমাধান করা, ব্যাঙ্ক শাখা ও পোস্টাল ব্যাঙ্কিং সুবিধার মাধ্যমে গ্রামগুলির কভারেজ ও তাঁর সঙ্গে একাধিক বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।
বৈঠকে অংশগ্রহণ করেন হরিয়ানা, পঞ্জাব , হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চণ্ডীগড়ের প্রশাসক, দিল্লি, লাদাখ, জম্মু-কাশ্মীরের লেফটেন্ড গভর্নর। এছাড়াও বিভিন্ন সদস্য রাজ্যগুলির সিনিয়র মন্ত্রী আন্তঃরাজ্য কাউন্সিল সচিবালয়ের সচিব, কেন্দ্রীয় মন্ত্রক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া প্রমুখ ব্যক্তিবর্গ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “সমস্ত সদস্য রাষ্ট্র ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে দেশের সমবায় আন্দোলনকে গতিশীল করতে হবে। এবং দেশের ৬০ কোটিরও বেশি মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। স্কুল ছাত্রদের স্কুলছুট কমাতে হবে ও দেশের শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগে তা লক্ষ্য রাখতে হবে।
তিনি আরও বলেন, “পঞ্জাব জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলিতে অস্ত্র, গোলাবারুদ, মাদক চোরাচালান যেগুলি দমন করা ছিল একটা বড় সমস্যা। সেই মাদক, সন্ত্রাসবাদ দমন করতে সফল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সীমান্তবর্তী এলাকাগুলি এই সমস্ত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অভিযান চালাতে সফল হয়েছে”।
আরও পড়ুন ১ অক্টোবর ভারতবাসীকে স্বচ্ছ অভিযানে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর