Friday, April 26, 2024

Bhawanipur By-election 2021 Result: ভবানীপুরে ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

Bhawanipur By-election 2021 Result: ভবানীপুরের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন তিনি।

ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর জয়ের দ্বিগুণ ব্যবধানে ভবানীপুরের উপনির্বাচনে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের উপনির্বাচনে নিজের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। ২০১১-র উপনির্বাচনে তাঁর জয়ের ব্যবধান ৫৪ হাজার ২১৩ ছিল, তা ছাপিয়ে ৫৮,৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সকালে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়। এরপর ইভিএম গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ২১ রাউন্ড গণনার প্রতিটি ধাপেই লিড বাড়তে থাকে তাঁর। ভবানীপুরে ২০২১-এর বিধানসভা ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের ভোটের মার্জিনও ছাপিয়ে যান তিনি। এমনকী, গত বিধানসভা ভোটে যে দু’টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল, এবার সেই ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডেও লিড পেয়েছেন মমতা। ভবানীপুরের ৭টি ওয়ার্ডেই জয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

PM Poshan : মিড ডে মিলের ধাঁচে নতুন প্রকল্প ‘পিএম পোষণ’, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles