Tuesday, March 25, 2025

Facebook Renames Meta: কেন নামবদল হল ফেসবুক সংস্থার, জানালেন মার্ক জুকারবার্গ

বদলে গেল ফেসবুক সংস্থার (ফেসবুক কোম্পানি) নাম। ফেসবুক সংস্থার নতুন নাম হল ‘মেটা’ (Facebook Renames Meta)। তবে পালটাচ্ছে না সংস্থার তৈরি অ্যাপ তথা ইনস্টাগ্রাম (Instagram), ফেসবুক (Facebook), মেসেঞ্জার (Messanger) এবং হোয়্যাটসঅ্যাপের (Whatsapp) নাম। এই খবর ফেসবুকের মাধ্যমে মার্ক জুকারবার্গ (Mark Zukerberg) নিজেই শেয়ার করেছেন। আগামী দিনে নতুন পথচলার জন্য এই নামবদল বলেই জানিয়েছেন মার্ক। মেটা (Meta) নামটি কেন রাখা হয়েছে সেই সম্পর্কে জুকারবার্গ জানান, বরাবরই ক্লাসিকস পড়তে ভালোবাসেন তিনি। মেটা শব্দটি গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে। এই নামটি বেছে নেওয়ার কারণ হল আরও অনেক কিছু তৈরি করা বাকি। পথচলার জন্য অনেক নতুন পথ বাকি, এই ধারণা থেকেই নতুন নাম মেটা রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুকের পথচলা শুরু হয়েছিল। তারপর থেকে মার্ক জুকারবার্গের হাত ধরে ফেসবুক সংস্থা ক্রমশ শাখা প্রশাখা বিস্তার করেছে। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের (Oculus) মতো অ্যাপের পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ- এই মুহূর্তে সবই মাদার কোম্পানি ফেসবুক তথা ‘মেটা’র অধীনস্থ।

আরও পড়ুন

Agni-V Missile: ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles