পশ্চিমবঙ্গ সরকারকে শনিবার কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছে কেন্দ্র। রাজ্যকে লেখা এই চিঠিতে কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) কোভিড (Covid 19) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। একইসঙ্গে টেস্টিং বাড়ানোর ও গাইডলাইন মেনে চলানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে বলে জানা গেছে।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আর্তি আহুজা রাজ্যে করোনা সংক্রমণের হার বাড়ার বিষয় উল্লেখ করে কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলেছেন। পাশাপাশি করোনা মোকাবিলা সংক্রান্ত ব্যবস্থাপনাও খতিয়ে দেখতে বলেছেন। এছাড়াও চিঠিতে বলা হয়েছে, প্রতি সপ্তাহেই রাজ্যে করোনার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। সপ্তাহভিত্তিক প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণের হার।
দুর্গাপুজোর পর থেকে রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্র চিঠি দিয়েছে অসম সরকারকেও। জানা গেছে, অসমের বরপেটা ও কামরূপ জেলায় করোনায় সংক্রমণের হার উদ্বেগজনক বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
Howrah: রাস্তার মোড়ে চেঁচিয়ে শোনান কেমিস্ট্রির ফর্মুলা, PhD স্বপনদা আজ ভবঘুরে-মানসিক ভারসাম্যহীন