রাজ্যে এবার খুলতে চলেছে ছোটদের স্কুল (School Reopen)। প্রায় দু’বছর পর তারা আবার স্কুলে যাবে। ১৬ ফেব্রুয়ারি থেকে সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খুলে যাবে। সোমবার রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। এতদিন খুদেরা অনলাইনে ক্লাস করত। তাদের পরিবারের কথা অনুযায়ী, ‘অনলাইনে ঠিকমতো ক্লাস হতো না। ছোট ছোট ছেলেমেয়েরা কিছুই বুঝতে পারত না। মোবাইল কিংবা কম্পিউটারের সামনে ক্লাস করার চেয়ে, স্কুলে গিয়ে স্বশরীরে ক্লাস করা অনেক ভালো। তাতে দিদিমণি ও মাস্টারদের বোঝাতেও সুবিধা হবে এবং ছাত্রছাত্রীরা খুব সহজেই সব কিছু বুঝতে পারবে।’
গত দু’বছর যাবৎ ছোটদের স্কুল বন্ধ ছিল। বড়দের স্কুল খুললেও ছোটরা কি করবে সেটা নিয়ে দ্বন্দ্বে ছিল সরকার। করোনার প্রকোপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখায় নাজেহাল অবস্থা হয়েছিল ছাত্র-ছাত্রীদের। সোমবার রাজ্য সরকার কোভিড বিধিনিষেধ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন এবং ওই বিজ্ঞপ্তিতেই বলা হয় বুধবার ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুল খোলা হবে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ছোটদের স্কুল খোলার কথা ভাবছেন তিনি। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুল খোলার কথা বলেছিলেন তিনি। যদিও এবার ১০০ শতাংশ পড়ুয়া নিয়েই খুলে যাচ্ছে স্কুল। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত আইসিডিএস সেন্টার- অঙ্গনাড়ি। এর পাশাপাশি রাজ্যে নাইট কারফিউ-এর সময়সীমা আরও বাড়ানো হয়েছে। রাত ১২ টা থেকে ভোর পাঁচটা বলবৎ থাকবে নাইট কারফিউ।
আরও পড়ুন