করোনা কালে বহু মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে নিজের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ (Sonu Sood)। তিনি দেখিয়ে দিয়েছিলেন সেলিব্রিটি হয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই মহৎ কাজের জন্য আগের বছর সোনু সুদকে সম্মান জানাতে একটি বেসরকারি বিমান সংস্থা তাদের বিমানের বিশেষ সাজ তৈরি করেছিল। বিমানের সারা গা জুড়ে আঁকা সোনু সুদের ছবি। এবার সেই বিশেষ বিমানে সফর করলেন সোনু সুদ নিজেই। এই বিমান সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নামছেন সোনু সুদ। নামার সময় তিনি বলছেন, তাঁর কাছে এই বিমান সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। স্পাইসজেটকে তিনি এর জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, এইরকম একটা মুহূর্তে, প্যানডেমিকের সময়ের ছবি গুলো ভেসে উঠছে। এই বিমান সফরে যাওয়ার সময় ফেলে আসা দিনগুলোর কথাও মনে পড়ে যাচ্ছিল তাঁর বলে জানান তিনি।
স্পাইসজেটের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেছেন, “আমরা গর্বিত সোনু সুদের জন্য। প্যানডেমিকের সময় আমাদের পাশে সোনু সুদ দাঁড়িয়েছিলেন। আমরা সকলে মিলে তখন মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম। এই বিমানটি সোনু সুদকে সম্মান জানাতে বিশেষ ভাবে সাজানো হয়েছে।” তারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেই ছবি শেয়ার করেছেন।
উল্লেখ্য, আগের বছর লক্ষ লক্ষ মানুষকে লকডাউনের সময় দায়িত্ব নিয়ে তিনি বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। সিনেমার ভিলেনের চরিত্রকে ঝেড়ে ফেলে রিয়েল লাইফে হিরো হওয়ার এই জার্নিটা সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল।
আরও পড়ুন
কথা বলার জড়তা কাটিয়ে হৃত্বিক কীভাবে হয়ে উঠলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা