Saturday, April 1, 2023

Weather Update: চৈত্রের গরমে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

Weather Update: চৈত্র মাসের গরমেই নাজেহাল রাজ্যবাসী। ক্রমশই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। এছাড়াও জানা গিয়েছে, মেঘলা আকাশ থাকবে উপকূলের জেলাগুলিতে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায়। কলকাতা (Kolkata) ও আশপাশের এলাকাগুলোতে আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) এবং নদিয়ায় (Nadia) বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলেও এই জেলাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম ভাবে কোনও পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে। অন্যদিকে, দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পং-এ (Kalimpong) রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাভাসে বলা হয়েছে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আরও পড়ুন

খুব সহজে কিছু নিয়ম মেনে বদলাতে পারেন আপনার আধার কার্ডের ছবি, জেনে নিন নিয়মগুলি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles