জল্পনা ছিলই। এবার জল্পনা আরও উস্কে দিল বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) করা ফেসবুক পোস্ট। বাবুল কি তাহলে সত্যিই রাজনীতি ছাড়ছেন? তেমনই ইঙ্গিত পাওয়া গেল তাঁর আজকে করা ফেসবুক পোস্টে। এদিন তিনি তাঁর ফেসবুক পোস্টে লেখেন, সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। ফেসবুক পোস্টে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও উল্লেখ করেছেন বাবুল। তিনি লিখেছেন, ‘হ্যাঁ, সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছি!’
বাবুল আরও লিখেছেন,’বিগত কয়েকদিনে বার বার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সঙ্কল্প নিয়ে গেছি এবং আমি ওঁদের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিবারই ওঁরা আমাকে নানাভাবে অনুপ্রাণিত করে ফিরিয়ে দিয়েছেন।’
আসানসোলের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। কিছুদিন আগে মন্ত্রিত্ব হারানোর পর তাকে নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তাঁর এদিনের করা ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন