মৌ রায়, বর্ধমান : ডাউন দানাপুর-হাওড়া এক্সপ্রেস থেকে ২২৭টি দেশি টিয়াপাখি উদ্ধার করল আরপিএফ। সোমবার ভোরে বর্ধমান (Burdwan) আরপিএফ তল্লাশি চালানোর সময় অবৈধভাবে পাচারের আগে এক যুবককে গ্রেপ্তার করে ও পাখিগুলি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বর্ধমান স্টেশনে তল্লাশি চালানোর সময় ৪ নম্বর প্লাটফর্মে ডাউন দানাপুর-হাওড়া এক্সপ্রেসের সাধারণ কোচে প্লাস্টিকের থলি দেখতে পায় পুলিশ। থলির ভিতর থেকে মোট ২২৭টি দেশি টিয়াপাখি উদ্ধার হয়। পরে বনদপ্তরকে খবর দেওয়া হলে বনদপ্তরের কর্মীরা টিয়াপাখি সমেত খাঁচা ও ধৃত ব্যক্তিকে নিজেদের হেপাজতে নেয়। ধৃতকে জেরা করে আরপিএফ জানতে পেরেছে, সে ডেলিভারি ম্যানের কাজ করতো। বর্ধমানের দুবরাজদিঘী হরেরডাঙা এলাকার এক ব্যক্তির কাছে সে পাখিগুলি নিয়ে আসছিল বিক্রির উদ্দেশ্যে। ধৃত ব্যক্তি স্বীকার করেছে, বিহারের পাটনার মিসকাটোলী নামক জায়গা থেকে এই পাখিগুলি কিনে নিয়ে আসছিল সে। জেলা বনাধিকারিক নিশা গোস্বামী জানান বন্যপ্রাণী সংরক্ষণ আইন মোতাবেক ধৃতের বিরুদ্ধে কেস রুজু করে এদিনই বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
নায্য পারিশ্রমিক সহ একাধিক দাবিতে আন্দোলনে অইনলাইন ফুড ডেলিভারি বয়রা
বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সনের দায়িত্বভার গ্রহণ করলেন কাকলি তা গুপ্ত