একুশে পা দিলেন শাহরুখ তনয়া সুহানা খান ৷ জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকই। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার মা গৌরী খানের শুভেচ্ছাবার্তা। আদরের মেয়েকে ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন গৌরী খান । সুহানার একটি স্টাইলিশ ছবি পোস্ট করেছেন শাহরুখ-পত্নী।
গৌরী লিখেছেন, ‘শুভ জন্মদিন! আজ, আগামিকাল এবং সবসময় তোমাকে ভালবাসব৷’
সেলিব্রিটি থেকে তার বন্ধু, শুভাকাঙ্ক্ষী, অনুরাগী সকলেই সুহানাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।
অনেকর মতে আগামী দিনে বাবার মতন একজন অভিনেতা হওয়ার ইচ্ছে রয়েছে সুহানার ৷ ইতিমধ্যেই একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তিনি । প্রশংসাও পেয়েছেন । এই মুহূর্তে নিউইয়র্কে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করছেন তিনি। তবে অভিনয়ে পা রাখার আগে মেয়েকে পড়াশোনা শেষ করার পরামর্শ দিয়েছেন শাহরুখ। অভিনয়ে আসার আগেই সুহানা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন, নিজের বিভিন্ন ধরনের ছবি দিয়ে, নিয়মিত আপডেটও দেন তিনি ৷ ইতিমধ্যেই নিজের স্টাইলিশ লুকের মাধ্যমে সেলিব্রিটি ইমেজ গড়ে তুলেছেন সুহানা।