Saturday, April 27, 2024

এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে মামলা উঠলো কলকাতা হাইকোর্টে

A graphic image of board exam time change in West Bengal
মাধ্যমিক পরীক্ষার সময় বদল

এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে মামলা উঠলো কলকাতা হাইকোর্টে

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। এবার তার সময় সূচি ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। অন্য বারের মতো সব বিষয় অপরিবর্তিত থাকলেও শুধু পরীক্ষার সময় সকাল ১১.৪৫ এর পরিবর্তে সকাল ৯.৪৫ করা হয়েছে। এতো দিন মাধ্যমিক পরীক্ষা হত বেলা ১১.৪৫ থেকে দুপুর ৩ টে পর্যন্ত। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবার থেকে সকাল ৯.৪৫ থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলবে। এই সময় সূচি ঘোষণা হওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়। এ বিষয় আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলসে মামলা করা হয়। আইনজীবীদের মতে এই নতুন সময় সূচীর ফলে অনেক অসুবিধার সম্মুখীন হবে পাহাড়ের গ্রামাঞ্চল ও সুন্দরবনের ছাত্র-ছাত্রীরা। তাই তাদের কথা ভেবে পর্ষদের এই সিদ্ধান্তের বদলের প্রয়োজন। তবে এখনই এই মামলার রায় ঘোষণা হয়নি। জল্পনা বাড়লেও এবার হাইকোর্টের সিদ্ধান্ত সর্বসম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles