Salman Khan Hospitalized: রবিবার ভোররাতে সাপের কামড় খেলেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। এই দুর্ঘটনাটি ঘটে সলমন খানের পানভেলের ফার্ম হাউসে। সাপে কামড়ানোর পরই সলমনকে নবি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং চিকিৎসার পর পানভেলের ফার্ম হাউসে তিনি ফিরে এসেছেন বলে জানা গেছে।
শ্যুটিংয়ের ব্যস্ততা না থাকলে অথবা সময় পেলেই শহুরে কোলাহল থেকে দূরে পানভেলের এই ফার্ম হাউসেই সময় কাটাতে ভালোবাসেন সলমন খান। এমনকি করোনাকালে লকডাউনের সময় পরপর দু’বার ফার্ম হাউসে গিয়েছিলেন তিনি। এবার তিনি বড়দিন উপলক্ষে ফার্ম হাউসে গিয়েছিলেন। আর সেখানেই ভোররাতে সাপে কামড়ায় তাঁকে। জানা গিয়েছে, যেই সাপটি সলমন খানকে কামড়ায় তা বিষাক্ত ছিল না। তাই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। আপাতত তিনি ফার্ম হাউসেই রয়েছেন।
আরও পড়ুন
Bajrangi Bhaijaan 2: শীঘ্রই আসতে চলেছে বজরঙ্গি ভাইজান, ঘোষণা সলমন খানের